পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KIFF-এর চেয়ারম্যান পদে প্রথম বছর, প্রেস মিটে স্মৃতি রোমন্থন রাজের - 25th KIFF

By

Published : Nov 2, 2019, 7:46 PM IST

আগামী ৮ নভেম্বর শুরু হতে চলেছে 25th কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। তার আগে এদিন শিশির মঞ্চে হয়ে গেল ফেস্টিভাল সংক্রান্ত প্রেস মিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেস্টিভালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন,পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক, প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, ম্যাক্সমুলার ভবনের ডিরেক্টর ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ফ্রিসো মায়েকর প্রমুখ। উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details