'মিতিন মাসি' নিয়ে আলাপচারিতায় কোয়েল মল্লিক
এই প্রথম কোনও নারী গোয়েন্দা চরিত্রকে বাংলা ছবির দর্শক দেখতে পাবে সেলুলয়েডে । চার বছর আগে পুজোবার্ষিকীর পাতায় আসত মিতিনমাসি । সুচিত্রা ভট্টাচার্য মারা যাওয়ার পর মিতিনমাসিকে মিস করছিলেন দর্শকরা । পরিচালক অরিন্দম শীল তাঁকে আবার ফিরিয়ে আনলেন বড় পরদায় । আগামীকাল মুক্তি পাবে ছবিটি । তার আগে ETV ভারত সিতারার সঙ্গে আলাপচারিতায় কোয়েল মল্লিক । ছবি সম্পর্কে কী বলছেন তিনি ? শুনে নিন...