KMC Election 2021 : আমার শহর যেন সবাইকে আপন করে রাখে : ওম সাহানি - কলকাতা শহরকে কীভাবে দেখতে চান জানালেন ওম সাহানি
সামনেই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ তার আগে ইটিভি ভারতের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন অভিনেতা ওম সাহানির (Om Sahani) কাছে ৷ আগামী দিনে কলকাতা শহরটাকে কীভাবে দেখতে চান ওম ? টলিউডের এই জনপ্রিয় নায়কের মুখে শুনে নিন তাঁর ইচ্ছের কথা ৷