কৌশিক গাঙ্গুলি আমায় পুনর্জন্ম দিয়েছেন : লামা - Bengali actor
আজ পর্যন্ত অভিনেতা লামা হালদারের তেমন কোনও ইন্টারভিউ প্রকাশ পায়নি। তবে সেই নিয়ে আক্ষেপ নেই লামার। বরং অভিনেতা বললেন যে, নিজের কাজটা ঠিকমতো করে যেতে পারলে, ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়ে না। ইন্ডাস্ট্রিতে ২৩ বছর কাটিয়ে নিজের পাওয়া-না পাওয়া নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা আড্ডায় লামা।