বান্দ্রায় সইফ-করিনা - raj kumar rao spotted
হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন । তারপরই পতৌদি পরিবারে আসবে নতুন সদস্য । এখন শুধু তার আসার অপেক্ষায় দিন গুনছেন সইফ ও করিনা দু'জনেই । ফেব্রুয়ারিতেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসবে বলে জানিয়েছেন সইফ নিজেই । সম্প্রতি বান্দ্রায় নিজেদের বাসভবনের বাইরে দেখা গেল এই তারকা দম্পতিকে । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ।