Birth Day স্পেশাল : 65 বছরের কমলের ইন্ডাস্ট্রিতে পূর্ণ 60 বছর - কমল হাসানের খবর
65 বছরে পা দিলেন ভারত তথা বিশ্ব সিনেমার অন্যতম লেজেন্ডারি অভিনেতা কমল হাসান। একই সঙ্গে আজকেই তিনি ইন্ডাস্ট্রিতে পূর্ণ করলেন 60 বছর। মাত্র 5 বছর বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন কমল হাসান। 1960 সালে তামিল ছবি 'কালাতুর কান্নাম্মা'-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রেসিডেন্টস গোল্ড মেডেল পান অভিনেতা। তারপর থেকে 200-র উপর ছবিতে অভিনয় করেছেন এই লেজেন্ডারি অভিনেতা। আজ তাঁর এই বিশেষ দিনে ETV ভারত সিতারার শুভেচ্ছা।
Last Updated : Nov 7, 2019, 10:12 PM IST