জয়ী-ঋভুর সংসারে নতুন সংকট - Joyee
জয়ী ধারাবাহিকে আগের পর্বে দর্শক দেখেছিলেন সাগর দত্ত, সুকুমার, বিবিকে হারিয়ে পরিবারকে বিপদমুক্ত করেছিল জয়ী। এবার দর্শকের কাছে আসতে চলেছে বেশ কয়েকটি চমক। একদিকে অরিত্র নামে একটি নতুন চরিত্র আসতে চলেছে জয়ী ও ঋভুর মাঝে। অন্য়দিকে জয়ী ফুটবল থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছে পরিবারকে। এই দুই ঘটনায় আগামী পর্বগুলি কেমন হতে চলেছে, তা খোঁজ নিতে জয়ী ধারাবাহিকের সেটে পৌঁছে গেছিল ETV Bharat। রইল তারই কিছু ঝলক।