Exclusive : "৮৩-তে অভিনয় করার কথা ছিল আমার", একান্ত আড্ডায় জিশু - জিশু
কলকাতা : একটা সময়ে ইন্ডাস্ট্রি তাঁর প্রতিভাকে চিনতে পারেনি। পরের পর ছবি ফ্লপ হয়েছে। তবুও হাল ছাড়েননি জিশু সেনগুপ্ত। ঋতুপর্ণ সেনগুপ্তের হাত ধরে নতুনভাবে শুরু করছিলেন তিনি। সেই যে শুরু করলেন, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন টলিউডের অন্য়তম সফল অভিনেতা জিশু সেনগুপ্ত। বাংলার সঙ্গে সঙ্গে বলিউডেও তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। মৈনাক ভৌমিকের 'বর্ণপরিচয়' ছবিতে তিনি এক পুলিশের চরিত্রে। ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় জিশু সেনগুপ্ত।