আব্দুল খানকে বাঁচাতে জীবন সংকটে জাহানারা - undefined
যে আব্দুল খান জাহানার সবথেকে বড় শত্রু ছিল, সেই আব্দুল খানকে সেবা করে সুস্থ করে তুলতে বদ্ধপরিকর জাহানারা। অন্যদিকে রুহান পুলিশে যোগদান করে আব্দুল খানের সমস্ত সত্যি জেনে গেছে। সে চায় আব্দুল খানকে চরম শাস্তি দিতে। জাহানারা খুব চেষ্টা করে রুহানকে আটকাতে। তাই করতে গিয়ে জীবন সংকটে পড়ল জাহানারা। ঘরের বিশাল ঝাড়বাতিটা গিয়ে পড়ে জাহানারার উপর। কী হবে এবার তার? শুটিংয়ের বিশেষ মুহূর্ত ক্যাপচার করতে ETV ভারত পৌঁছেছিল 'জাহানার'-র সেটে। সেখানে উপস্থিত ছিল স্বয়ং জাহানারা, তার দাদী ও আব্দুল খান। দেখে নিন সেই ভিডিয়ো।
TAGGED:
Mega serial