পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'কণ্ঠ' নিয়ে খোলামেলা আড্ডায় পাওলি - interbierw

By

Published : Apr 25, 2019, 5:19 PM IST

Updated : Apr 27, 2019, 12:21 PM IST

দেখতে দেখতে ১৬টা বছর পাওলি দাম কাটিয়ে দিলেন ইন্ডাস্ট্রিতে। ছোটোপরদা থেকে শুরু করেছেন ক্য়ারিয়ার। তারপর দেখতে দেখতে বড় পরদায় পদার্পণ। টলিউড, বলিউডের সাড়া ফেলেছে তাঁর অভিনয় দক্ষতা। গৌতম ঘোষের ছবি 'কালবেলা'-য় মাধবীলতার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন পাওলি। সম্প্রতি মুক্তি পাচ্ছে পাওলি অভিনীত এবং নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'কণ্ঠ'। ছবি নিয়েই ETV Bharat-কে সাক্ষাৎকার দিলেন তিনি। Conclusion: পাওলি দামের সঙ্গে একান্ত সাক্ষাৎকার ETV Bharat'এর।
Last Updated : Apr 27, 2019, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details