এখন আর শূন্য থেকে শুরুর বয়স নেই : ঋত্বিক
বরাবরই জটিল সব চরিত্রে অভিনয় করতে দেওয়া হয় ঋত্বিক চক্রবর্তীকে। এবং সেভাবেই তাঁকে দর্শক দেখে অভ্যস্ত। 12 এপ্রিল মুক্তি পাচ্ছে ঋত্বিক অভিনীত ছবি 'ভিঞ্চিদা'। এটা সৃজিতের সঙ্গে ঋত্বিকের দ্বিতীয় কাজ। এর আগে 'নির্বাক' ছবিতে সৃজিত ও ঋত্বিক একসঙ্গে কাজ করেছেন। সেখানেও তাঁকে দেখা গিয়েছিল মৃত্যুঞ্জয়ের চরিত্রে। যেটি একেবারে তাক লাগিয়ে দিয়েছিল দর্শককে। ভিঞ্চিদা ছবিতেও ঋত্বিককে দেখা যাবে রকম চরিত্রে। ছবি সম্পর্কে ঋত্বিক খোলামেলা আড্ডা দিলেন ETV Bharat'এর প্রতিনিধির সঙ্গে।