'সত্যান্বেষী ব্যোমকেশ' নিয়ে আলাপচারিতায় পরমব্রত - satyanweshi byomkesh dev
সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজ়ের 'মগ্নমৈনাক' গল্প অবলম্বনে তৈরি 'সত্যান্বেষী ব্যোমকেশ'। এই ছবির মাধ্যমেই প্রথমবারের জন্য বড়পরদায় ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রতকে এবং অজিতের চরিত্রে রুদ্রনীলকে। পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল । এই ছবি নিয়ে ETV ভারত সিরাতার সঙ্গে আলাপচারিতায় পরমব্রত ।