ইন্টারভিউ : 'গোত্র'-র অভিজ্ঞতা জানালেন মানালি-নাইজেল - cinema
অগাস্টে জন্মাষ্টমীর দিন মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'গোত্র' । ছবিতে দু'টি প্রধান চরিত্রে রয়েছেন মানালি দে ও নাইজেল আকারা । তাঁদের 'গোত্র'-র নাম ঝুমা পাল ও তারেক আলি । এই প্রথম এই জুটিকে টলিউডে দেখবেন দর্শক । অসম্ভব উত্তেজিত এই দুই অভিনেতা ETV ভারত সিতারাকে জানালেন তাঁদের সফরের কথা । সঙ্গে চলল অনেক খুনসুটিও ।