সাক্ষাৎকার : গৌতম ঘোষ (দ্বিতীয় পর্ব) - Tollywood
তথ্যচিত্র বানাতে বানাতে মানুষটি হঠাৎ ঠিক করেন পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করবেন। সেই মতো নির্মাণ করেন তেলেগু ছবি 'মা ভূমি'। ছবি মুক্তি পায় ১৯৮০ সালে। সেই শুরু। পরের বছর প্রেক্ষাগৃহে আসে বাংলা ছবি 'দখল'। অন্ধ্রপ্রদেশের যাযাবর আদিবাসী শ্রেণির এক নারীর দক্ষিণ বাংলায় চলে আসা ও সেখানকার জমিদারের অত্যাচারই হয়ে ওঠে চিত্রনাট্যের মেরুদন্ড। দু'বছর পর মুক্তি পায় হিন্দি ছবি 'পার'। সেখানেও বিহারের গরিব শ্রমিকের উপর ঘটে যাওয়া অত্যাচার হয়ে ওঠে ছবির কাহিনি। তারপর একে একে 'আন্তর্জলী যাত্রা', 'পদ্মানদীর মাঝি', 'পতঙ্গ', 'গুড়িয়া', 'দেখা', 'আবার অরণ্য', 'যাত্রা', 'কালবেলা', 'মনের মানুষ', 'শূন্য অঙ্ক', 'শঙ্খচিল' মুক্তি পায়। তিনি এমন একজন মানুষ, যাঁকে নিয়ে বাঙালি গর্ব করতে পারে। তিনি আর কেউ নন,গৌতম ঘোষ।