'মুখার্জি দার বউ'-কে নিয়ে আড্ডায় পরিচালক পৃথা চক্রবর্তী - Debutant director
হতে চেয়েছিলেন গায়িকা। তারপর মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন পৃথা চক্রবর্তী। তিনি রানাঘাটের মেয়ে। ছোটো শহর থেকে এলেও তাঁর স্বপ্ন ছিল বড়। তাই, নিজেই নিজের জীবন ঠিক করে নিলেন। বিজ্ঞানের ছাত্রী পৃথাকে কে যেন বলেছিলেন মাস কমিউনিকেশন পড়লে নাকি গায়িকা হওয়া যায়। কথাটা সহজ সরল পৃথা বিশ্বাসও করে নেন। আর সেটা যে একেবারেই সত্যি নয়, জানতে পারেন পড়াশোনা করতে করতে। সেখান থেকেই তৈরি হয় পৃথার চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ।