ইন্টারভিউ : ডেবিউট্যান্ট রূপসা মুখোপাধ্যায় - Tollywood
শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবি "কে তুমি নন্দিনী" মুক্তি পেয়েছে ২৬ এপ্রিল। পথিকৃৎ বসুর পরিচালনায় সেই ছবিতে ডেবিউ করেছেন রূপসা মুখোপাধ্যায়। কিন্তু, নন্দিনী একেবারেই তা নয়। রূপসা থেকে নন্দিনী হয়ে ওঠার গল্প হোক বা বনির সঙ্গে কাজ, প্রথম অভিজ্ঞতার কথা ETV BHARAT'এর সঙ্গে শেয়ার করলেন রূপসা।