মুখোমুখি বছরের তিন স্টুডেন্ট : টাইগার-অনন্যা-তারা - Bollywood
আগামী ১০ মে মুক্তি পেতে চলেছে 'স্টুডেন্ট অফ দা ইয়ার 2"। এর আগে 'স্টুডেন্ট অফ দা ইয়ার' ছবিটি বক্স অফিসে খুব সফল হয়েছিল। শুধু তাই নয়, ছবিটি তিনজন নতুন তারকাকে উপহার দেয় বলিউডে। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্র। এই ছবিতেও ডেবিউ করছেন অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। টাইগার শ্রফকেও নবাগতই বলা চলে। তাই সব মিলে খুব প্রত্যাশা রয়েছে ছবিটা নিয়ে। তার আগে মুখোমুখি বছরের তিন স্টুডেন্ট। দেখুন ভিডিয়ো।