পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'৮৩' নিয়ে খোলামেলা আড্ডায় স্বয়ং রণবীর

By

Published : May 28, 2019, 3:04 PM IST

মুম্বই : '৮৩' রণবীর সিংয়ের জীবনের খুব বড় অভিজ্ঞতা। কারণ এই ছবির জন্য তাঁকে একাধিকবার সময় কাটাতে হয়েছে লেজেন্ড কপিল দেবের সঙ্গে। তাঁকে পরদায় ফুটিয়ে তোলা খুব বড় চ্যালেঞ্জ ছিল। তবে কপিলকে নিয়ে মিমিক্রি করতে চাননি রণবীর। বরং মানুষটাকে চিনে নিজের মতো করে তাঁকে তুলে ধরতে চান তিনি। সবকিছু নিয়ে খোলামেলা আড্ডায় রণবীর সিং। সঙ্গে অভিনেতা তাহির রাজ ভসিন।

ABOUT THE AUTHOR

...view details