গোয়েন্দা জুনিয়র নিয়ে আলাপচারিতায় মৈনাক ভৌমিক - বাঙালি পরিচালক
রোম্যান্টিক কমেডি বা সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গল্প বলার পর এবার থ্রিলার জঁরে হাত পাকাচ্ছেন মৈনাক ভৌমিক। তাঁর পরবর্তী গোয়েন্দা ছবি 'গোয়েন্দা জুনিয়র'। সেটাকে শুধুমাত্র গোয়েন্দা গল্প বলা যায় না, কারণ ক্রাইমের পাশাপাশি সেখানে দেখা যাবে গোয়েন্দা বিক্রমের ব্যক্তিগত জীবনের ওঠাপড়াও। জুনিয়র গোয়েন্দার চরিত্রে ছবিতে রয়েছেন ঋতব্রত মুখার্জিকে। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখার্জি ও অনুশা বিশ্বনাথন। নিজের আগামী ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় মৈনাক ভৌমিক।