Exclusive : বলিউডের তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেও মাটিতে পা অমৃতার - বাঙালি অভিনেত্রী
সাড়ে চার বছরের অভিনয় জীবন। এর মধ্যেই নাসিরুদ্দিন শাহ, নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, আদিল হোসেন, অভয় দেওলের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন অমৃতা চট্টোপাধ্যায়। পড়াশোনায় বরাবর ভালো ছিলেন, সম্ভাবনা ছিল গায়িকা হওয়ারও, হতে পারতেন ডান্সারও। কিন্তু হলেন অভিনেত্রী। হয়তো জীবন এমনটাই চেয়েছিল। ETV ভারত সিতারার ক্যামেরায় খোলামেলা আড্ডা দিলেন অমৃতা। বললেন তাঁর জীবনবোধের কথা, জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও। দেখে নিন ভিডিয়োয়...