তৃণমূল 39 আসন পাবেই, ভারতবর্ষ হয়তো প্রথমবার বাঙালি প্রধানমন্ত্রী দেখবে : চিরঞ্জিত
"আমার হিসেব অনুযায়ী হয়তো কমপক্ষে 39 টি আসন তৃণমূল কংগ্রেস পাবে । ভারতবর্ষ হয়তো এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবে । এটাই আমাদের প্রত্যাশা আর এটাই হবে ।" গতকাল ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন চিরঞ্জিত ।