কলকাতায় হয়ে গেল হিন্দি ধারাবাহিক 'হমারি বহু সিল্ক'-এর প্রচার - Hindi serial
কলকাতা : ঋভা চৌধুরি, তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা কলকাতা শহরেই। দীর্ঘদিন এখানে ফ্যাশন শো ও বিজ্ঞাপনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন আর তিনি কলকাতায় থাকেন না। মুম্বইতে অনেক স্ট্রাগল করার পর তিনি এবার 'হমারি বহু সিল্ক' ধারাবাহিকের মুখ্য চরিত্রে। ধারাবাহিকটি ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আর এর মাঝেই কলকাতা শহরে প্রোমোশনে এলেন ঋভা। কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।