গরমে সুস্থ থাকবেন কী করে? জানালেন টেলিভিশন তারকারা.. - বাংলা ধারাবাহিক
তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। কিন্তু তাও, কাজ করে যেতে হবে, সুন্দর থাকতে হবে। প্রতিদিন কালঘাম ছুটিয়ে শুটিং করে, আমাদের বিনোদনের উপাদান জুগিয়ে চলেছেন টেলিভিশন তারকারা। ছুটি নেওয়ারও কোনও উপায় নেই। তাঁরা যদি পারেন তো আমরা কেন নই? গরমে সুস্থ থাকার টিপ দিলেন সেই সমস্ত তারকারাই। দেখুন ভিডিয়োয়।