EXCLUSIVE : উৎপল দত্তর 'তিতুমীর' মঞ্চে আসছে জয়রাজের হাত ধরে - Bengali theatre
কলকাতা : থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জয়রাজ ভট্টাচার্য। থিয়েটারকে নিয়েই তাঁর বাঁচা। বর্তমানে তিনি ও তাঁর নাট্যদল 'থিয়েটার ফর্মেশন পরিবর্তক' ব্যস্ত একটি নতুন নাটকের প্রস্তুতিতে। উৎপল দত্তের 'তিতুমীর' নাটকটা বহু বছর পর ফিরছে জয়রাজের হাত ধরে। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই নাটকের রিহার্সালে উপস্থিত ছিল ETV ভারত সিতারা। দেখে নিন ভিডিয়োয়...