'বাবলু ব্যাচেলর' নিয়ে একান্ত আলাপচারিতায় পূজা চোপড়া - বাবলু ব্যাচেলর
অভিনেত্রী পূজা চোপড়ার পরবর্তী ছবি 'বাবলু ব্যাচেলর'। সেই ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন তিনি । ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে শরমন জোশিকে । তাঁর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল সেকথাও তুলে ধরেন তিনি । দেখুন ভিডিয়ো...