উত্তম কুমার 'অতি উত্তমে' মহানায়ক হয়েই আসছেন : সৃজিত - সৃজিত মুখোপাধ্যায়
সৃজিতের পরবর্তী ছবি 'অতি উত্তম'। বড় পর্দায় মহানায়ক ফিরে এসেছেন বার বার । তবে আগের সব কটি বারেই কোনও না কোনও অভিনেতাই তার চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন ৷ সৃজিতের এই ছবি 'অতি উত্তম'-এ অভিনয় করছেন স্বয়ং উত্তম কুমার । তাঁর মৃত্যুর এত বছর পর ভাবছেন কীভাবে উত্তম কুমার আবার ছবিতে অভিনয় করবেন । আসলে এই ছবিতে রোটোস্কপির মাধ্যমে আবারও রুপোলি পর্দায় ফিরে আসতে চলেছেন মহানায়ক । ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় , রোশনি ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত ও জিনা তরফদার। সৃজিতের 'অতি উত্তম'-এ মহানায়ককে দেখা যাবে লাভ গুরুর ভূমিকায় । এই ছবি নিয়েই ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক সৃজিত সহ অন্যান্য কলাকুশলীরা ৷