গডফাদারহীন তারকা সোহিনী : সারাক্ষণ শুনতে হত আমি খড়দার মেয়ে - Exclusive interview
ক্লাস ইলেভেন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সোহিনী সরকার । দেখতে দেখতে অনেকটা সময় পার করলেন বাংলা ছবির জগতে । ধারাবাহিক ও মঞ্চে অভিনয় করেছেন চুটিয়ে । এরপর 'ফড়িং' ছবিতে কাজের মাধ্যমে বড় পরদায় সাফল্য পান তিনি । জিতে নেন একাধিক পুরস্কার । সোহিনী এখন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী । সিলভার স্ক্রিনে সত্যবতী থেকে শুরু করে মঞ্চে দ্রৌপদী । প্রতিটি চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলেছেন । ইতিমধ্যে প্রস্থেটিক মেকআপে অভিনয় করে ফেলেছেন 'আগন্তুক' ছবিতে । আজ আমাদের গডফাদারহীন তারকা সোহিনী । দেখে নেওয়া যাক কেমন ছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিনগুলি...