গডফাদারহীন তারকা অনির্বাণ : ইন্ডাস্ট্রিতে আমার গডফাদার নেই বলে মনে হয়নি - anirban bhattacharya
মঞ্চ, টেলিভিশন, বড় পরদা ও ওয়েব সিরিজ়ে চুটিয়ে অভিনয় করছেন তিনি । অনির্বাণ ভট্টাচার্য ইন্ডাস্ট্রির এখন একটা বড় নাম । তবে পরিবারের কেউই কখনও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না । একাই নিজের জায়গা করেছেন ইন্ডাস্ট্রিতে । আজ আমাদের গডফাদারহীন তারকা তিনি ।