"মানুষকে দেওয়া কথা রাখত মানুষ", কবিতা পাঠ গার্গীর - gargi kobita
খুব বেশি দিন আগের কথা না হলেও সব কিছুই কেমন যেন অন্যরকম ছিল । যা শুনলে বা ভাবলে এখন গল্প বলেই মনে হয় । আশ্চর্য লাগে । তখন মানুষ সত্যি সত্যিই হাসত, কাঁদত, হাসি-ঠাট্টায় মেতে উঠত । কাউকে কোনও কথা দিলে তা রাখত বা রাখার চেষ্টা করত । এখন সময় বদলেছে । বদলেছে মানসিকতা । সব কিছুই কেমন যেন পালটে গিয়েছে । আর বর্তমান এই সংকটের সময়ে তা যেন আরও বেশি করে প্রকট হচ্ছে । চাইলেও অনেক কিছুই করতে পারছে না মানুষ । কারণ উপায় নেই যে । আর এ সব কিছুই ফুটিয়ে তুললেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরি । শুধুমাত্র ETV ভারত সিতারার জন্য করলেন কবিতা পাঠ ।