আজকের দশভুজা : দিতিপ্রিয়া রায় - ditipriya roy
খুব ছোটো বয়সে অভিনয়ে হাতেখড়ি দিতিপ্রিয়া রায়ের । সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছে সে । তবে ধারাবাহিক 'রানি রাসমণি'-তে তার চরিত্র দর্শকদের কাছে আলাদা স্বীকৃতি পেয়েছে । পড়াশোনার সঙ্গে অভিনয়, সবই সামলাতে হয় তাকে । নবমীতে আমাদের দশভুজা দিতিপ্রিয়া রায় ।
Last Updated : Oct 7, 2019, 10:40 AM IST