"আমি কিছুতেই ছাড়ব না", মৌসুমি চ্যাটার্জির বিরুদ্ধে বিস্ফোরক জামাই ডিকি - ডিকি সিনহার খবর
মৌসুমি চ্যাটার্জি অনেকদিন ধরেই জামাই ডিকি সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন । কিন্তু, মৌসুমির মেয়ে ও ডিকির স্ত্রী পায়েলের অসুস্থতার কথা মাথায় রেখে মুখ বন্ধ রেখেছিলেন ডিকি । এবার পায়েলের মৃত্যুর পর সাংবাদিক সম্মেলন করে নিজের কথা প্রকাশ্যে আনলেন তিনি । বললেন শাশুড়ির বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি, কিছুতেই ছাড়বেন না । দেখে নিন ভিডিয়োয়..