ফের একবার সমুদ্রের বুকে পাড়ি জমালেন দীপিকা-সিদ্ধান্ত - দীপিকা পাড়ুকোনের খবর
মুম্বই : মুম্বইয়ের আলিবাগে শুটিং করছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী । প্রত্যেকদিন তাঁরা প্রাইভেট বোটে চেপে সমুদ্রের বুকে যাচ্ছেন শুটিং সারতে । ফিরছেন সন্ধের পর । আজও ব্যতিক্রম হল না । সাদা ট্যাঙ্ক টপ আর জিন্সে দেখা গেল দীপিকাকে । সিদ্ধান্ত ধরা দিলেন ক্যাশুয়াল টি-শার্টে । দেখে নিন ভিডিয়ো...