Shororipu 2: Jotugriho : পঞ্চমীতে টানটান রহস্য নিয়ে আসছেন 'চন্দ্রকান্তা' চিরঞ্জিৎ, আড্ডায় টিম 'ষড়রিপু 2 জতুগৃহ' - পুজোর সিনেমা
পুজোর মুখে আসরে এবার অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ পঞ্চমীতে মুক্তি পাচ্ছে রহস্য, রোমাঞ্চে ভরপুর পরিচালক অয়ন চক্রবর্তীর 'ষড়রিপু 2 জতুগৃহ' ছবিটি ৷ গোয়েন্দা চন্দ্রকান্তার ভূমিকায় আগের মতোই থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ ৷ ছবি মুক্তির আগে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা, গল্পে মজল টিম 'ষড়রিপু 2 জতুগৃহ' ৷