কেক মিক্সিং অনুষ্ঠানে টিম 'জ়ম্বিস্তান' - কেক মিক্সিং টিম জ়ম্বিস্তানের
সামনেই বড়দিন । আর এই সময় বাঙালিদের মধ্যেও কেক বানানোর একটা তৎপরতা লক্ষ্য করা যায় । ইতিমধ্যে অল্প শীতও পড়েছে । আর কলকাতার বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় শুরু হয়েছে কেক তৈরির প্রক্রিয়া । সম্প্রতি পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় কেক মিক্সিং সেরিমনির আয়োজন করা হয়েছিল । ছিলেন তনুশ্রী চক্রবর্তী, রজতাভ দত্ত ও পরিচালক অভিরূপ ঘোষ । অর্থাৎ টিম 'জ়ম্বিস্তান' ।