"বাজেট নিয়ে এই সরকারের কাছ থেকে কোনও প্রত্যাশা নেই" - mainak banerjee on budget
আগামীকাল সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । দেশের বর্তমান আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে বণিক, শিল্পমহল ও আম জনতার পাশাপাশি এই বাজেটের দিকে তাকিয়ে টলিউড সেলেবরাও । তবে এই সরকারের থেকে তাঁদের তেমন কোনও প্রত্যাশা নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা । দেখে নেওয়া যাক কী বলছেন তারকারা...