বলিউড স্টারেদের পাশে এঁদের দেখলে আলাদা করতে পারবেন তো? - Bollywood
বড় পরদা মাতানো তারকাদের মতো হতে চায় অনেকেই। তাঁদের ডায়লগ নকল করে, তাঁদের হাবভাব পোশাক নকল করে আলাদা ভাবে দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা থাকে অনেকেরই। তবে এসব কোনও কিছু না করেও নিজের অজান্তেই অনেকে সেমি স্টার হয়ে উঠতে পারেন। কারণ তাঁদের লুকের সঙ্গে ওই বড় পরদার তারকাদের লুকের অসম্ভব মিল। তারকাদের থেকে আলাদা করে চেনার উপায় নেই তাঁদের। অনেক সময়ে অভিনেতারাই শেয়ার করেছেন তাঁদের দোসরের ছবি।