কড়া নিরাপত্তার মধ্যে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন বলিউড তারকারা - ফিল্মফেয়ার 2020
ফিল্মফেয়ার 2020-তে যোগ দিতে অসমের গুয়াহাটি পৌঁছেছেন বলিউড তারকারা । আর সেখানে গিয়ে কামাখ্যা মন্দির দর্শন করবেন না সেটা কি হতে পারে ? আজ বেলা 11 টা নাগাদ মন্দিরে পুজো দিলেন সেলেব্রিটিরা । ছিলেন বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ, কর্ণ জোহরের মতো ব্যক্তিত্বরা । তাঁদের দেখতে তখন উপচে পড়া ভিড় মন্দির চত্বরে । কড়া নিরাপত্তার মধ্যে পুজো দিলেন তারকারা । শোনা গেল, আজ সন্ধ্যের দিকে পুজো দিতে যাবেন মাধুরী দীক্ষিতও । ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল তারকাদের মন্দির দর্শনের মুহূর্ত । দেখে নিন ভিডিয়ো... Conclusion: