মহানায়কের 94 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিল্পী সংসদের অনুষ্ঠান - kolkata
মহানায়ক উত্তম কুমারের 94 তম জন্মবার্ষিকী খুব ঘটা করে পালন করা হল । গতকাল রবীন্দ্র সদনে মহানায়কের তৈরি শিল্পী সংসদের সদস্যরাই এই অনুষ্ঠানের আয়োজন করেন । উপস্থিত ছিলেন বহু গুনীজন । সম্মান দেওয়া হয় অভিনেত্রী সন্ধ্যা রায় ও শাস্ত্রীয় সংগীতের অন্যতম পণ্ডিত অজয় চক্রবর্তীকে । সকাল থেকেই ছিল ভীষণ ব্যস্ততা । সকালে টলিগঞ্জ ট্রাম ডিপোতে মহানায়কের উদ্দেশ্যে কাটা হয় কেক । উত্তম কুমারকে পায়েসও নিবেদন করা হয় । বিকেলে রবীন্দ্র সদনে আয়োজন করা হয় অনুষ্ঠানের । সেখানে উপস্থিত ছিলেন অজয় চক্রবর্তী, সন্ধ্যা রায়, রেশমি মিত্র, নবমিতা, ভাস্বর, মৌবনী সহ শিল্পী সংসদের প্রত্যেক সদস্য ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।
Last Updated : Sep 5, 2019, 4:37 PM IST