Jay Jagannath Serial: নতুন ধারাবাহিক 'জয় জগন্নাথ'-এর সেটে ইটিভি ভারত
বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক 'জয় জগন্নাথ' (Jay Jagannath Serial)। শ্রীকৃষ্ণের চরিত্রে বিপুল পাত্র (Bipul Patra)। কুরুক্ষেত্র যুদ্ধের পর থেকে শুরু হয়েছে গল্প । ধারাবাহিকের পরিচালনায় অমিত দাস (Amit Das)। বিপুল পাত্র ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন জেসমিন রায়, শ্রীমা ভট্টাচার্য-সহ আরও অনেকে । জগন্নাথ এবং পরিচালকের সঙ্গে কথা বলল ইটিভি ভারত ।