Flashback 2019 : এই বছরের সবথেকে বড় কিছু হেডলাইন - ফ্ল্যাশব্যাক 2019
কথায় আছে পৃথিবীর সবথেকে অপ্রত্যাশিত সত্যি হল সময়। কোনও সুন্দর মুহূর্ত এক লহমায় বদলে দুঃসহ হয়ে যেতে পারে। ভালোয়-খারাপে, সুখে-দুঃখে অতিক্রান্ত হতে চলেছে 2019। এই সাল যেমন অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী, তেমনভাবেই একের পর এক বিতর্ক বা খারাপ খবর আমাদের দিনকে বিস্বাদ করেছে। সেরকমই কয়েকটি সাড়া জাগানো খবরকে দেখে নেওয়া যাক..