আড্ডায় টিম 'ভূত চতুর্দশী' - shabbir malik
১৭ মে মুক্তি পাচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নতুন ছবি 'ভূত চতুর্দশী'। চিত্রনাট্যের এবং গল্প মৈনাক ভৌমিকের হলেও, এই ছবির পরিচালক তিনি নন। বন্ধু এবং সহকারীর শব্বির মালিকের কাঁধে পরিচালনার গুরু দায়িত্ব তুলে দিয়েছেন মৈনাক ভৌমিক। যে শব্বির মৈনাকের একাধিক ছবির সহ-পরিচালক। 'ভূত চতুর্দশী' আপামর ভূতের ছবি এবং অসম্ভব ভয়ের ছবি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে উপস্থিত ভূত চতুর্দশীর কলাকুশলীদের সঙ্গে কথা বলল ETV Bharat।