পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, এর জববাদিহি চাই : অপর্ণা সেন - bengali film

By

Published : Mar 10, 2019, 11:39 PM IST

১৫ ফেব্রুয়ারি 'ভবিষ্যতের ভূত' ছবিটি মুক্তি পায়। ছবিটিকে একটি স্যাটায়ার বলা যেতে পারে। একাধারে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্যাটায়ার। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল ছবিটি। শুধু তাই নয়, U/A সার্টিফায়েড হয়েছিল ছবিটি। কিন্তু, মুক্তির একদিন কাটতে না কাটতেই কোনও অজ্ঞাত কারণে ছবিটি কলকাতার হল থেকে তুলে নেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় 'উপরপক্ষের অর্ডার'। আজ সেই ঘটনার একমাস কেটে গেল। এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। জানা যায়নি সেই অজ্ঞাত 'উপরপক্ষ' কে? এই ঘটনার প্রতিবাদে আজ মহানগরের রাস্তায় এত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হল। এই মিছিলে উপস্থিত ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, কমলেশ্বর মুখার্জি সহ আরও অনেকে। ছিলেন ছবির কলকুশলীরাও।

ABOUT THE AUTHOR

...view details