এনসিবি অফিস থেকে বেরোলেন ভারতী-হর্ষ - Bharti singh drug case
মুম্বই : দীর্ঘক্ষণ জেরার পর এনসিবি অফিস থেকে বেরোলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া । গতবার এনসিবি অফিসে জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেপ্তার করা হয় দম্পতিকে । আজ সেই একই মামলায় ফের তলব করা হয় তাদের । এনসিবি অফিস থেকে বেরিয়ে কোনও কথা না বলে গাড়িতে উঠে পড়েন ভারতী-হর্ষ । দেখে নিন ভিডিয়ো...