শুরু হল ধারাবাহিক 'সর্বমঙ্গলা' - সর্বমঙ্গলা
শুরু হল নতুন বাংলা ধারাবাহিক 'সর্বমঙ্গলা' । মঙ্গলা মল্লিক নামে একজন ধূপ বিক্রেতার জীবনীকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিকটি । পরে 'সর্বমঙ্গলা' নামে পরিচিতি পাবে সে । ধূপ ব্যবসার প্রসারের সময় তাকে বাধা দেবে কিছু চরিত্র । কীভাবে সে সব বাধা কাটিয়ে এগিয়ে যাবে তাই তুলে ধরা হবে এই ধারাবাহিকে ।