Bengali serial Pilu :'করুণাময়ী রানি রাসমণি'র স্লট বদল, 10 জানুয়ারি থেকে আসছে 'পিলু'
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'পিলু'। 10 জানুয়ারি থেকে সন্ধে সাড়ে ছটার স্লটে দেখা যাবে ধারাবাহিকটি (Bengali serial Pilu )। কারণ বদলে যাচ্ছে 'করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব'-র সময় । তবে, এখনও চ্যানেলের তরফে জানানো হয়নি যে, কখন দেখানো হবে করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব' । পিলু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন 'ডান্স বাংলা ডান্স' খ্যাত মেঘা দাঁ এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী ৷ গান ঘিরে এগোবে ধারাবাহিকের গল্প । কাহিনি ও চিত্রনাট্য লিখছেন ভাস্বতী ঘোষ । সংশ্লিষ্ট চ্যানেলের নিজস্ব প্রোডাকশন 'পিলু'।