রোদ্দুর কি বাড়ি ফিরে মহুলকে আপন করে নেবে ? - bengali serial phagun bou
'ফাগুন বউ' ধারাবাহিকে পুজোর আগে দর্শকরা দেখেছিলেন তুলতুলির বিয়ে হয়েছে নীলাঞ্জনের সঙ্গে । বিয়েটা ভালোভাবে মিটলেও আচার-অনুষ্ঠানে লেগেছিল একের পর এক সমস্যা । এদিকে মহুল ও রোদ্দুরের জীবনে আসছে নতুন বিপদ ।