গান গাওয়া নিয়ে ফের বিবাদ শুরু মহুল ও রোদ্দুরের মধ্যে - ফাগুন বউ সেট ভিজ়িট
'ফাগুন বউ' ধারাবাহিকের গল্পে এর আগে দর্শকরা দেখেছিলেন, নিলাঞ্জনার দিদি তুলতুলির বিয়ে নিয়ে বাড়িতে ব্যস্ততা । আর তার মধ্যেই রোদ্দুরের অ্যাক্সিডেন্ট হয় । গান গাওয়া নিয়ে মহুল ও রোদ্দুরের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল তা মিটে গেছে । মহুল বাড়ি ফিরেছে । কিন্তু, এবারও গান গাওয়া নিয়ে ফের তাদের মধ্যে বিবাদ শুরু হতে চলেছে । রোদ্দুরের হাসপাতাল খরচ চালাতে গান গাইছে মহুল । তার সেই আত্মত্যাগ কি বুঝতে পারবে রোদ্দুর ? নাকি সমস্যা আরও বাড়বে ?