জ্যোৎস্না ও অগ্নির জীবনে নতুন বিপদ - bengali serial
ইতিমধ্যেই সাড়ে তিনশো পর্ব পার করে ফেলেছে 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকটি । তার গল্পে দর্শকরা দেখেছেন রোহিণীর প্রিয় মায়াপুরে কামিনী আগুন লাগিয়ে দিয়েছে । সেখানে রয়েছে রোহিণীর প্রিয়জনরা । এদিকে কামিনীকে মারার জন্য পাতাল নগরে পৌঁছে গেছে রোহিণী ও অগ্নি । সেখানে ইতিমধ্যেই দুটো কাজ করে ফেলেছে তারা । বাকি আরও তিনটি । ধারাবাহিকে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন চান্দ্রেয়ী ঘোষ । খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি ।