মুক্তি পেল 'ঘুণ' - bengali cinema ghoon
মুক্তি পেল শুভ্র রায় পরিচালিত ছবি 'ঘুণ' । সম্পর্ক ও তার মাঝে তৈরি হওয়া ক্ষতকে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি । ছবির প্রিমিয়ার শোতে ছিলেন কৌশিক ঘোষ, প্রসেনজিৎ মহাপাত্র, সমদর্শী দত্ত, কমলেশ্বর মুখার্জি এবং পরিচালক শুভ্র রায় ।