পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বুথে ঢুকতে বাধা অদিতি মুন্সিকে - 5th phase vote

By

Published : Apr 17, 2021, 8:17 PM IST

রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সিকে কেন্দ্রীয় বাহিনী বাধা দিল বলে অভিযোগ । কৈখালির মঙ্গলাম স্কুলে ভোট পরিদর্শন করতে গেলে তাঁকে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী ৷ তাঁকে বলা হয় 3টের পর আর বুথে ঢোকা যাবে না। এরপরই ডিএমকে ফোন করে এই কথা জানান অদিতি ৷ এরপরে তাঁকে এই বুথে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়। অদিতি জানান, মোটের উপর শান্তিতে ভোট হলেও দুই এক জায়গায় নিঃশব্দে কিছু হয়েছে বলে তিনি সন্দেহ করছেন ৷

ABOUT THE AUTHOR

...view details